কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ওলামা দলের দোয়া মাহফিল

 স্টাফ রিপোর্টার | ৩১ মার্চ ২০১৯, রবিবার, ৩:১০ | রাজনীতি 


বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত হাফেজ আব্দুল মালেকের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (৩০ মার্চ) বাদ আছর শহরের রথখলা এলাকার জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।

এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম প্রধান অতিথি এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাহার মিয়া ভিপি বাহার, জেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মো. সারোয়ার আলম, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাও. আবু বকর বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মুফতি আজিজুল হক। পরে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর