কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে চিকিৎসক-দম্পতি সম্মাননা শুক্রবার

 স্টাফ রিপোর্টার | ১১ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৪:২৩ | স্বাস্থ্য 


শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪:০০ ঘটিকায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ লেকচার গ্যালারিতে বিশিষ্ট ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, কিশোরগঞ্জের বরিষ্ঠ চিকিৎসক ডা. এ. এ. মাজহারুল হক এবং সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত মাজহারুন-নূর ফাউন্ডেশন কর্তৃক ৫ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা ২০১৯ প্রদান করা হবে ‘স্বাস্থ্যসেবা-শিক্ষায় পথিকৃৎ চিকিৎসক-দম্পতি: প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান-ডা. সুফিয়া খাতুন’কে।

এ উপলক্ষ্যে সম্মাননাপ্রাপ্ত চিকিৎসক-দম্পতির জীবন ও কর্ম নিয়ে ৫ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৯ প্রদান করবেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বার্তা২৪.কম-এর কন্ট্রিবিউটিং এডিটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ড. মাহফুজ পারভেজ।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল কর্নেল (অব.) প্রফেসর ডা. জেহাদ খানের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতির জেষ্ঠ্যপুত্র, মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক।

বিশেষ অতিথি থাকবেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এবং পুলিশ সুপার, কিশোরগঞ্জ মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।
অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন রাজনীতিবিদ-জননেতা এডভোকেট মো. জিল্লুর রহমান, চেয়ারম্যান, কিশোরগঞ্জ জেলা পরিষদ ও বিশেষ আলোচক  থাকবেন উপসচিব তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ।

সম্মাননা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন রাজনীতিবিদ-আইনজীবী ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সম্মাননা অভিভাষণ দেবেন জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল।

সম্মানিত আলোচক থাকবেন সরকারি গুরুদয়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ঈসা খা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন (কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ), প্রফেসর মো. আরজ আলী, কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. সুলতানা রাজিয়া, রাজনীতিবিদ-পিপি শাহ আজিজুল হক, পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক-নন্দনতাত্ত্বিক নাসিরউদ্দিন ফারুকী, কিশোরগঞ্জনিউজ’র প্রধান সম্পাদক মো. আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের উত্তরীয় জ্ঞাপন করবেন কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি এবং অনলাইন অ্যাক্টিভিস্ট-শিক্ষক লুৎফুন্নেছা চিনু, সম্মাননা স্মারক জ্ঞাপন করবেন ডা. মো. গোলাম হোসেন, সভাপতি, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, কিশোরগঞ্জ, ধন্যবাদ জ্ঞাপন করবেন সমাজসেবক শাহ ইসকান্দার আলী স্বপন এবং সঞ্চালনায় ঈসা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. বদরুল হুদা সোহেল।

১ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৫ (আলোর পথের যাত্রী: সাহিত্যিক-শিক্ষাবিদ প্রাণেশকুমার চৌধুরী), ২য় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৬ (দীপ্তিমান শিক্ষকদম্পতি: অধ্যক্ষ মুহঃ নূরুল ইসলাম/খালেদা ইসলাম বড়আপা), ৩য় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৭ (প্রজ্ঞার দ্যুতি ও আভিজাত্যেও প্রতীক: প্রফেসর রফিকুর রহমান চৌধুরী) এবং এবং ৪র্থ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা ২০১৮ (ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র শতবর্ষী ব্যক্তিত্ব: শাহ মাহতাব আলী)-র মতো এবারেও সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করেছে মাজহারুন-নূর ফাউন্ডেশন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর