কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ২:৪২ | রাজনীতি 


বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসুচির মধ্য দিয়ে করিমগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবু তাহের।

আলোচনা সভার সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম।

আলোচনায় অংশ নেন করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর স্বপন মাইজভান্ডারী, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডা. জহির উদ্দিন ছফি, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মেম্বার, উপজেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক জসীম উদ্দিন হিরণ, উপজেলা কৃষক লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এতে উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল ফজল দেলোয়ার, কৃষক লীগের সিনিয়র সদস্য আজহারুল ইসলাম ফকির রতন, উপজেলা কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রাজু আহমেদ আনজু, সম্পাদক মন্ডলীর সদস্য বিবেকানন্দ সরকার, সদস্য মো. আক্তারুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর