কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

 স্টাফ রিপোর্টার | ২১ এপ্রিল ২০১৯, রবিবার, ৫:৩৮ | রাজনীতি 


কিশোরগঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং গণবিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার দেলুয়ার হোসেন এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা।

রোববার (২১ এপ্রিল) দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জজ কোর্ট প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

এতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও হোসেনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম মঞ্জুরুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিউজ্জামান, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক পিপি অ্যাডভোকেট খন্দকার শাহজাহান, সিনিয়র আইনজীবী জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট রাশেদুজ্জামান এনাম, আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু ছায়েম মজুমদার, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আছাদ রেজা, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল করিম, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সালেহীন সিদ্দিকি, আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট নূরুল ইসলাম, অ্যাডভোকেট গোলামুর রহমান খান টুটুল, অ্যাডভোকেট এম সাজ্জাদুল হক, অ্যাডভোকেট মাসুদ ইকবাল, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট শওকত কবীর খোকন, অ্যাডভোকেট আনিসুরজ্জামান খোকা, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ.ইউ. সালাহ উদ্দিন রুবেল, জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান রানা, জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সিদ্দিক মিলন, অ্যাডভোকেট তারেকুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট আজিজুল ইসলামসহ ফোরামের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচী থেকে অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

গত ১৮ এপ্রিল কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরগঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন এই চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আকরাম হোসেন বাদল।

এ সংক্রান্ত সংবাদ: কিশোরগঞ্জে মির্জা ফখরুল ও ডা. জাফরুল্লাহ সহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর