পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্দেশ্যে সারাদেশের মত কিশোরগঞ্জেও টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করা হয়।
প্রথম দফায় তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য- ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। পরবর্তিতে ছোলা ও খেজুর বিক্রি করা হবে।
টিসিবি ডিলার মেসার্স ছামিউল এন্টারপ্রাইজের প্রোপাইটর ছামিউল হক ভূঁইয়া জানান, প্রতি কেজি চিনি ৪৭ টাকা, মসুর ডাল ৪৪ টাকা এবং সয়াবিন তেল কেজি প্রতি ৮৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
রোজা শুরুর আগে ছোলা ও খেজুর বিক্রি শুরু করা হবে জানিয়ে ছামিউল হক ভূঁইয়া বলেন, প্রতি কেজি ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৩৫ টাকা দরে বিক্রি করা হবে।
টিসিবি পণ্য বিক্রির শুরুর দিনেই সাশ্রয়ী মূল্যে নিত্য পণ্য কেনার জন্য মানুষজন টিসিবি ডিলারের কাছে ভীড় করতে দেখা গেছে।