কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এর ছেলে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এস.এম তৌফিকুল হাসান সাগর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে শহরের একরামপুর এলাকা থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়।
আনন্দ মিছিলে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নূরুল আনছার পাভেল, নাজমুল হীরা, সোহাগ মির্জা, শুভ নাথ, হযরত আলী ইমরান, নাসির হোসেন, সাজ্জাদ হোসেন পিয়েল, উপ সম্পাদক ওমর সানী, বেলাল, নাদিম, সহ-সম্পাদক আশহাদুল রহমান সাদী, মেহেদী হাসান শান্ত, সদস্য শান্ত, অনিক, মুন্না, পলিটেকনিক শাখা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন পিয়াস, গুরুদয়াল কলেজ শাখা প্রশান্ত রায় প্রমুখ নেতৃত্ব দেন।
আনন্দ মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।