কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


উচ্চতর প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ড যাচ্ছেন ঝাউতলা আলীম মাদরাসার সহকারী শিক্ষক শামিমা

 স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০১৯, শনিবার, ৯:০০ | শিক্ষা  


উচ্চতর প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ড যাচ্ছেন করিমগঞ্জ উপজেলার ঝাউতলা আনোয়ারীয়া আলীম মাদরাসার সহকারী শিক্ষক শামিমা আক্তার। আগামী সোমবার (২০ মে) দুপুরে তিনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। সেখানে ৩ জুন পর্যন্ত প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে তিনি দেশে ফিরবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর আওতায় আগামী ২০ মে থেকে ৩ জনু পর্যন্ত বিজ্ঞান শিক্ষকদের বৈদেশিক প্রশিক্ষণের নিউজিল্যান্ডের ম্যানুকাউ ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হবে।

এই প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৯ জন বিজ্ঞান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

২৯ জন বিজ্ঞান শিক্ষকের এই তালিকায় কিশোরগঞ্জ জেলার মাত্র একজন বিজ্ঞান শিক্ষক রয়েছেন। তিনি হলেন, করিমগঞ্জ উপজেলার ঝাউতলা আনোয়ারীয়া আলীম মাদরাসার সহকারী শিক্ষক শামিমা আক্তার।

প্রসঙ্গত, ঝাউতলা আনোয়ারীয়া আলীম মাদরাসার সহকারী শিক্ষক শামিমা আক্তার একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অনন্যসাধারণ ভূমিকা রেখে আসছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর