কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈদের আগেই ঈদের খুশি সুবিধাবঞ্চিত শিশুদের

 স্টাফ রিপোর্টার | ২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ১২:৫২ | কলকাকলি 


কিশোরগঞ্জে ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির পক্ষ থেকে গরীব, অসহায়, দুস্থ, অনাথ, এতিম এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২২ মে) জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই ঈদ বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী শায়লা আহমেদ রিতু, শিশুদের মা মিসেস খালেদা ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা, গার্ডেনিয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কোহিনূর আফজল এবং লাইসিয়াম প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ঋতু রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এনসিটিএফ সভাপতি মেহেদী হাসান অভি। এতে এনসিটিএফ এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন শিশু সাংবাদিক উম্মে মোসলিমা জ্যোতি এবং ইয়ুথ ভলান্টিয়ার মো. ফয়সাল আহমেদ রনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ভলান্টিয়ার সাদিয়া আক্তার কলি।

আলোচনা অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে শিশুদের হাতে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়। এছাড়া তাদের যাতায়াত খরচও দেয়া হয়। নতুন জামা পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের খুশিতে ঝলকিত হয়ে উঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। ঈদের আগেই যেন ঈদের খুশিতে মেতে ওঠে সুবিধাবঞ্চিত শিশুরা।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে এনসিটিএফ কিশোরগঞ্জ জেলা কমিটি সকলের সহযোগিতা কামনা করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর