ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি’র বাসভবনে আওয়ামী যুবলীগ ইটনা উপজেলা শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
আট সদস্যবিশিষ্ট ঘোষিত এই কমিটিতে বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ ভূঞা’র ছেলে মোহাম্মদ মোশাররফ হোসেন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে তিন যুগ্মআহ্বায়ক হলেন, মো. টিটু মিয়া, রুকন মিয়া ও মো. পায়েল। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, মো. মেহেদি হাসান, মো. রাকিবুল হাসান, আলমগীর হোসেন, মো. আলম ও শহীদুল ইসলাম বিল্লাল।
আওয়ামী যুবলীগ ইটনা উপজেলা শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল এর যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটি ঘোষণার ইটনা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।