কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে চার ফসল ভিত্তিক ফসল বিন্যাস উদ্ভাবন ও বিস্তারে কৃষক প্রশিক্ষণ

 স্টাফ রিপোর্টার | ১০ জুলাই ২০১৯, বুধবার, ৯:১৫ | কৃষি 


কিশোরগঞ্জে ফসল নিবিড়তা বৃদ্ধিকরণে চার ফসল ভিত্তিক ফসল বিন্যাস উদ্ভাবন ও বিস্তারে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্র মিলনায়তনে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মতিউর রহমান।

কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্র এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চার ফসল ভিত্তিক ফসল বিন্যাস উদ্ভাবন ও বিস্তার কর্মসূচীর কর্মসূচী পরিচালক ড. মো. ফারুক হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্র এর বৈজ্ঞানিক কর্মকর্তা মানবেন্দ্র নাথ সরকার।

প্রশিক্ষণে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও করিমগঞ্জ উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশ নেন। এতে চার ফসল ভিত্তিক ফসল বিন্যাস উদ্ভাবন ও বিস্তার কর্মসূচী সম্পর্কে কৃষকদের ধারণা প্রদান ও উদ্বুদ্ধ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর