করিমগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী (৭) ধর্ষণে অভিযুক্ত ইদ্রিস মিয়া (৫০) নামে এক রাজমিস্ত্রীর জোগালিকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ধর্ষক ইদ্রিস মিয়া উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজপাড়া গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে। সে রাজমিস্ত্রীর জোগালির কাজ করে।
অন্যদিকে ধর্ষণের শিকার শিশুটিকে আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পরিবার জানায়, শিশুটি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের কুর্শা গ্রামের নানার বাড়িতে থেকে লেখাপড়া করে।
গত ৯ জুলাই রাতে ওই বাড়িতে আত্মীয়তার সুবাদে ইদ্রিস মিয়া রাত্রিযাপন করে। পরে সে গভীর রাতে শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করে।
শিশুটি ভয়ে এ কথা কাউকে না জানালেও পরদিন গোসল করানোর সময় শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ণ দেখতে পান শিশুটির নানি। এ সময় নানির জিজ্ঞাসাবাদে শিশুটি ধর্ষণের কথা খুলে বলে।
এ ব্যাপারে শুক্রবার (১২ জুলাই) রাতে শিশুটির বাবা বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই ইদ্রিস মিয়াকে ধরতে অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইদ্রিস মিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৩ জুলাই) আদালতে পাঠানোর পর ইদ্রিস মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।