কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে এইচএসসির ফলাফলে এবারো শীর্ষে গুরুদয়াল কলেজ

 স্টাফ রিপোর্টার | ১৭ জুলাই ২০১৯, বুধবার, ৪:১৭ | শিক্ষা  


ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ জেলায় সবচেয়ে ভাল ফল অর্জন করেছে। কলেজটির ১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৫৬৯ জন, পাশের হার শতকরা প্রায় ৭৯.৯ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন।

গত বছর প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছিল ৮৬ জন। সে হিসেবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সরকারি গুরুদয়াল কলেজ গতবারের চেয়ে এবার ভাল করেছে।

এছাড়া এবার শতকরা পাশের হারও বেড়েছে। গতবার প্রতিষ্ঠানটির শতকরা পাশের হার ছিল প্রায় ৭৬.২৭ ভাগ। এবার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৯.৯৩ ভাগ।

এবারের এইচএসসি পরীক্ষায় সরকারি গুরুদয়াল কলেজ থেকে ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৬০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মোট ৪৪৩ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

মানবিক শাখায় মোট ৭৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মোট ৫২৯ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

বিজ্ঞান শাখায় মোট ৬২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মোট ৫৯৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর