কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের গতবারের শতভাগ পাশ প্রতিষ্ঠানের কেউ অংশ নেয়নি এবারের পরীক্ষায়

 স্টাফ রিপোর্টার | ১৭ জুলাই ২০১৯, বুধবার, ৮:২৮ | শিক্ষা  


২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় কিশোরগঞ্জ জেলার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব দেখায়। প্রতিষ্ঠানটি হলো হোসেনপুর উপজেলার আনোয়ারা আইডিয়াল কমার্স কলেজ।

২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছিল। অথচ এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠানটি থেকে চারজন পরীক্ষার্থী ফর্ম ফিলাপ করেছিল। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ফর্ম ফিলাপ করেও ওই চার পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকে।

ফলে এবারের পরীক্ষায় পরীক্ষার্থীশূণ্য থাকে প্রতিষ্ঠানটি।

ফলাফল বিবরণীতে দেখা যায়, আনোয়ারা আইডিয়াল কমার্স কলেজ এর চার পরীক্ষার্থীই পরীক্ষায় অনুপস্থিত। তাদের রোল নং যথাক্রমে ৪৭৮৬২০, ৪৭৮৬২১, ৪৭৮৬২২ ও ৪৭৮৬২৩।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর