কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


‘যারা আইন নিজের হাতে তুলে নিবে, তাদের কোন ছাড় নেই’

 স্টাফ রিপোর্টার | ২৪ জুলাই ২০১৯, বুধবার, ১:৫৮ | ইটনা  


গুজবের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম সোপান। মঙ্গলবার (২৩ জুলাই) ইটনায় কমিউনিটি পুলিশিং সমাবেশ ও ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম সোপান বলেছেন, অরাজকতা সৃষ্টিকারীরা গুজবের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। এই গুজবের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আইনকে কোন ভাবেই নিজের হাতে তুলে নেয়া যাবে না। যারা আইন নিজের হাতে তুলে নিবে, তাদের কোন ছাড় নেই।

ইটনা উপজেলা সদরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে ইটনা থানার আয়োজনে এই কমিউনিটি পুলিশিং সমাবেশ ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

কমিউনিটি পুলিশিং সমাবেশ ও ওপেন হাউজ ডে এ অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের প্রিন্সিপাল ইসলাম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

‘জঙ্গী মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এ প্রতিপাদ্য এবং ‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ এ স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে থানা এলাকার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নানা শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর