কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


গুজবে কান না দেয়ার আহ্বান কিশোরগঞ্জের পুলিশ সুপারের

 স্টাফ রিপোর্টার | ২৪ জুলাই ২০১৯, বুধবার, ৮:৩৪ | বিশেষ সংবাদ 


গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। তিনি বলেছেন, স্যোশাল মিডিয়ায় কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক কেউ বিশ্বাস করে তা শেয়ার দেবেন না। না জেনে, না শুনে এবং চেক না করে গুজব শেয়ার দিলে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন. পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে একটি গুজব ছড়ানো হচ্ছে। বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এটি শুধুমাত্র গুজব, এ নিয়ে বিভ্রান্ত হবেন না।

পুলিশ সুপার বলেন, গুজব ছড়িয়ে এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ। গণপিটুনির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না।

কাউকে ছেলেধরা সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে সংবাদ দিন এবং গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন।

পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে ধরা সংক্রান্ত পোস্ট বা মন্তব্য ছড়ানোদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

গুজব ঠেকাতে কিশোরগঞ্জ জেলার প্রতিটি এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারিং করা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, আসুন আমরা সকলে মিলে সচেতন হই, গুজব ছড়ানো ও গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর