কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে বিতর্ক কর্মশালা

 স্টাফ রিপোর্টার | ২৮ জুলাই ২০১৯, রবিবার, ৮:০০ | শিক্ষা  


‘যুক্তিতেই মুক্তি, সৃজনশীলতাই শক্তি’ এই স্লোগানে ভৈরবের বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনের বিতর্ক কর্মশালা। রোববার (২৮ জুলাই) সকালে বিদ্যালয়ের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান এ কর্মশালার উদ্বোধন করেন।

ময়মনসিংহ রিজিওনাল ডিবেট ইউনিটির সহযোগিতায় এই বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কিশোরগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ।

কর্মশালা উদ্বোধনের সময় অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী প্রধান শিক্ষক শফিউল্লাহ, সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম খান, নজরুল ইসলাম রিপন, প্রশিক্ষক ময়মনসিংহ রিজিওনাল ডিবেট ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল হান্নান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-সংস্কৃতিকর্মী রাতুল হরিৎ।

কর্মশালায় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের বাছাই করা ৫৮ জন মেধাবী শিক্ষার্থী অংশ নিচ্ছে।

সোমবার (২৯ জুলাই) বিকেল পর্যন্ত কর্মশালা চলবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর