কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

 মিছবাহ উদ্দিন মানিক | ৩০ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১২:২৬ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে বন্যায় তিগ্রস্ত ১২০টি পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (২৯ জুলাই) বিকালে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর ও চরবিশ্বনাথপুর গ্রামের বন্যায় তিগ্রস্ত ১২০টি পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, সিদলা ইউনিয়ন পরিষদের মো. সিরাজ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক টাান বর্ষণে সৃষ্ট বন্যায় উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর ও চরবিশ্বনাথপুর গ্রামের মানুষজন ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া বন্যার কারণে নদীভাঙ্গনের কবলে পড়ে অনেকেেই ক্ষতিগ্রস্ত হন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর