কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শিক্ষায় অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোকরানা

 স্টাফ রিপোর্টার | ৩১ জুলাই ২০১৯, বুধবার, ৬:০১ | শিক্ষা  


শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশ্ব জনসংখ্যা দিবস অ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছেন কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

সীমান্ত কালচারাল ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্নের আদর্শ সমাজ গঠনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশ্ব জনসংখ্যা দিবস অ্যাওয়ার্ড-২০১৯ প্রদান করা হয়।

মোকাররম হোসেন শোকরানা আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, খেলাধুলা ও সহপাঠ কার্যক্রমে উত্তরোত্তর উন্নতি ও কৃতিত্ব দেখিয়ে আসছে।

এছাড়া সম্প্রতি আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাশরুমের অধীনে আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড (ফুল) লাভ করেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর