কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কোরবানির গরু কিনতে কিশোরগঞ্জে চিত্রনায়ক বাপ্পারাজ

 আশরাফুল আমিন মিশন | ২ আগস্ট ২০১৯, শুক্রবার, ৭:৫৩ | এক্সক্লুসিভ 


আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির গরু ক্রয়ের উদ্দেশ্যে নায়করাজ রাজ্জাক এর জ্যেষ্ঠ সন্তান এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ কিশোরগঞ্জ ঘুরে গেছেন। এজন্যে শুক্রবার (২ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী গ্রামে তিনি প্রায় তিন ঘন্টা অবস্থান করেন।

গ্রামের নির্ভেজাল গরু কেনার উদ্দেশ্যে শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে নায়ক বাপ্পারাজ কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী গ্রামের বড়বাড়ির মোশাররফ হোসেনের বাড়িতে আসেন।

তিনি সেখানে মোশাররফ হোসেনের পারিবারিক গরুর খামার থেকে কোরবানির জন্য গরু নির্বাচনের জন্য খামারের গরু দেখেন।

এ সময় বাপ্পারাজ পছন্দের গরুর ছবি মুঠোফোনে ধারণ করেন। প্রায় তিন ঘন্টার মতো অবস্থান শেষে বিকাল তিনটার দিকে বাপ্পারাজ ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এর আগে মোশাররফ হোসেনের বাড়িতে নায়ক বাপ্পারাজ মধ্যাহ্ণভোজে অংশ নেন।

বাপ্পারাজ এর জন্য দুপুরের খাবারের মেন্যুতে চিংড়ি, কৈ, দেশীয় ছোট মাছ ও দেশি মুরগীসহ বিভিন্ন পদ রাখেন মোশাররফ হোসেন।

ঢাকায় ফিরে যাওয়ার সময় বাপ্পারাজ দানাপাটুলী এলাকার বিভিন্ন ফিসারি এবং লেয়ার ও ব্রয়লার মুরগির খামার পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দানাপাটুলী গ্রামের বড়বাড়ির মোশাররফ হোসেনের ছোট ভাই মোবারক হোসেন নায়করাজ রাজ্জাক এর পরিবারের দীর্ঘদিনের পরিচিত।

মোবারক হোসেন নায়করাজ রাজ্জাক এর পারিবারিক কার মেরামত ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর