কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হাওরে ঘুরতে গিয়ে গোসলে নেমে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ২ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:৪৯ | করিমগঞ্জ  


ছুটির দিনে বন্ধুদের সাথে হাওরে ঘুরতে বেড়িয়ে গোসল করার সময় পানিতে তলিয়ে জাহিদ হাসান জিতু (২৮) নামে ব্যাংক এশিয়া লিমিটেড এর ময়মনসিংহ শাখায় কর্মরত এক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা ঘাট সংলগ্ন হাওরে এই ঘটনাটি ঘটে।

জাহিদ হাসান জিতু টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওয়ার কুমারজানি গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। তিনি ব্যাংক এশিয়া লিমিটেড এর ময়মনসিংহ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির অবকাশে বন্ধুদের নিয়ে ঘুরতে জাহিদ হাসান জিতু শুক্রবার (২ আগস্ট) দুপুরের দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা ঘাটে আসেন।

সেখানে আড্ডা আর হাওরের প্রকৃতি উপভোগ করার এক পর্যায়ে তিন বন্ধুকে নিয়ে বালিখলা ঘাট সংলগ্ন হাওরে গোসল করতে নামেন জাহিদ হাসান জিতু।

এক সময় হাওরের পানিতে তলিয়ে যান তিনি। পরে অনেক খোঁজাখুজির পর দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহিদ হাসান জিতু সাঁতার জানতেন না। ফলে গোসল করতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান।

লাশ উদ্ধারের পর করিমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতে স্বজনেরা থানায় আসেন।

তাদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও ওসি মমিনুল ইসলাম জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর