কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৩ আগস্ট ২০১৯, শনিবার, ১০:২৩ | অপরাধ 


কিশোরগঞ্জে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ মো. মুরাদ মিয়া (২৬) ও ইসলাম ওরফে ইকবাল (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম শনিবার (৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মুরাদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া গ্রামের শাহজাহানের ছেলে এবং ইসলাম ওরফে ইকবাল কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রোদার পুড্ডা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় তারা শনিবার (৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াল এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী মো. মুরাদ মিয়া ও ইসলাম ওরফে ইকবালকে তারা আটক করেন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই জনই মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী মো. মুরাদ মিয়া ও ইসলাম ওরফে ইকবালকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর