কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে অতিরিক্ত দামে সিগারেট বিক্রি, পুলিশের অভিযান

 সোহেল সাশ্রু, ভৈরব | ৫ আগস্ট ২০১৯, সোমবার, ১২:০৩ | ভৈরব 


ভৈরব উপজেলার বিভিন্ন স্থানে কোম্পানীর নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করার অভিযোগে পুলিশ অভিযান পরিচালনা করে। রোববার (৪ আগস্ট) ভৈরব শহরের ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়, রেলওয়ে স্টেশনসহ বেশ কিছু জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় বিভিন্ন স্থানে দোকানগুলিতে পাইলট সিগারেট কোম্পানীর নির্ধারিত প্রতি শলাকা ৪ টাকার পরিবর্তে ৫ টাকা করে বিক্রি করতে দেখা যায় বলে পুলিশ জানায়।

অতিরিক্ত দামে সিগারেট বিক্রির কথা জানতে চাইলে দোকানীরা যথাযথ উত্তর দিতে না পারায় ওই সকল দোকানীদের সতর্ক করা হয় এবং দোকানীরা অতিরিক্ত দামে সিগারেট বিক্রি করবে না মর্মে অঙ্গীকার প্রদান করেন।

এছাড়া সিগারেট ও অন্যান্য পণ্য সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রির জন্য নির্দেশ দেয়া হয়।

পরবর্তীতে নির্ধারিত মূল্যে সিগারেটসহ অন্যান্য সামগ্রী নির্দিষ্ট মূল্যে বিক্রি না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

একই সময়ে ক্রেতা ও বিক্রেতাদের সঠিক মূল্য অনুযায়ী পণ্য ক্রয় করার জন্য সচেতন থাকার পরামর্শ দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর