করিমগঞ্জে ২৮৫ পিস ইয়াবাসহ আল-আমিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে করিমগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে একটি চৌকস টিম রোববার (৪ আগস্ট) রাতে এই অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী আল-আমিন করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জালালাবাদ গ্রামের মহরম আলীর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার (৪ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে তারা করিমগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৮৫ পিস ইয়াবাসহ তারা মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও এম শোভন খান জানিয়েছেন।