কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মাদরাসা ছাত্রীকে এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে হোসেনপুরে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ১২:২৪ | হোসেনপুর 


ময়মনসিংহের পাগলায় মাদরাসায় যাওয়ার পথে পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের মেধাবী ছাত্রী মিনহা রাফিদা (১৮)কে এসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বাদ আসর হোসেনপুর জামে মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‘আমরা বন্ধু সবাই’ নামে একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিশুদের হাসি ফাউন্ডেশন একাত্মতা পোষণ করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে ‘আমরা বন্ধু সবাই’ এর সহ-সভাপতি রাকিব আহসান, হোসেনপুর জামে মসজিদের খতিব আবদুল আউয়াল এবং মোরগ মহল মসজিদের খতিব নাজমুল ফয়সাল বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে মিনহা রাফিদাকে এসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এসিড সন্ত্রাসের শিকার মিনহা রাফিদা ময়মনসিংহের পাগলা থানার পালের বাজার এলাকার সালাহ উদ্দিন খানের মেয়ে।

গত ২৭ জুলাই সকাল ১০টার দিকে খুরশিদ মহল গ্রাম  দিয়ে মাদরাসায় যাওয়ার পথে মোটরবাইকে করে আসা দূর্বৃত্তরা মিনহা রাফিদার উপর এসিড নিক্ষেপ করে। সে এখন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর