কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র‌্যালি আলোচনা

 মিছবাহ উদ্দিন মানিক | ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ৯:৫০ | হোসেনপুর 


হোসেনপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এর আয়োজনে এই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে ‘শিশুকে মাতৃদুগ্ধ করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন’ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল শামীম, জুনিয়র কনসালটেন্ট ডা. সুবীর নন্দী, মেডিকেল অফিসার ডা. আদনান আখতার, পরিসংখ্যানবিদ মো. আখরুজ্জামান, পিএসটিসির সমন্বয়কারী নাছরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর