কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কাশ্মীর ইস্যুতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

 স্টাফ রিপোর্টার | ৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ১২:৪৯ | কিশোরগঞ্জ সদর 


কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। বুধবার (৭ আগস্ট) বাদ আসর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে শহীদী মসজিদ চত্বরে সমবেত হয়ে স্বাধীনতাকামী কাশ্মীরের জনগণের জন্য দোয়া করে কর্মসূচি শেষ করা হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনী কাগজী, যুব মজলিস পৌর শাখার সভাপতি মুহাম্মাদ শামসুল আলম, মাওলানা মেসবাহ উদ্দিন, মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা উসমান গণী।

বক্তারা ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক দেশটির সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরের শেষ স্বাধীনতাটুকুও কেড়ে নেয়ার প্রতিবাদ জানান। পাশাপাশি কাশ্মীরের স্বাধীনতার দাবিতে কাশ্মীরের জনগণের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, ভারত সরকার কাশ্মীরের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন চালাচ্ছে কোন মুসলমান তা বরদাশত করতে পারে না। প্রতিনিয়ত তাদের উপর অবিচার করেই যাচ্ছে। এসবের শেষ চাই।

বক্তারা বলেন, চাই আজাদ কাশ্মীর। চাই আমার ভাইবোনের নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার। আমরা কাশ্মীরের সাধারণ জনগণের প্রাণের যে দাবি স্বাধীনতা সেই দাবির প্রতি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে কাশ্মীরের যে সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও গৃহবন্দী করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে।

বক্তারা ওআইসি ও জাতিসংঘকে কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের পাশে দাঁড়ানোরও আহবান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর