কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ডেঙ্গুর গাইড লাইন অনুযায়ী প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক সভা

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:১০ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গুর গাইড লাইন অনুযায়ী প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে স্বাস্থ্য পরিদর্শক, সেবিকা, বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, সহকারী মেডিকেল অফিসারদের অংশগ্রহণে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রোগের লক্ষণ, ডেঙ্গু জ্বর হলে কী করণীয় ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্ল্যাহ আল শামীম।

সচেতনতামূলক সভাটি সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক মো. জামাল উদ্দিন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর