কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

 সোহেল সাশ্রু, ভৈরব | ৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫৪ | ভৈরব 


ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে থানায় চাদাঁবাজি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) রাতে পৌর শহরের কমলপুর এলাকার সিরাজুল ইসলাম সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, পৌর শহরের কমলপুর এলাকার মো. লুৎফর সরকার, সেলিম মিয়া ও হারাধন।

মামলায় বাদীর জমি জবর-দখল করতে না পেরে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করছে বলে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পৌর শহরের কমলপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম সরকারের জমির সাথে বিবাদীদের জমি রয়েছে। ফলে তারা বাদীর জমিটি কৌশলে জবর-দখল করতে চায়।

একই সাথে মামলার প্রধান আসামি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিনের নির্দেশে অন্য আসামিরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামিদের কথা মতো চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন মোল্লা বলেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে।

এ প্রসঙ্গে মামলার প্রধান আসামি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, সমাজে আমাকে হেয় করতে এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলাটি দায়ের করা হয়েছে। একই সাথে একটি বিশেষ মহলের ইঙ্গিতে অভিযোগের বিষয়ে কোনো ধরণের প্রাথমিক তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করেছে পুলিশ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর