কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ডেঙ্গুতে গুরুদয়াল কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু, ঈদ আনন্দে বিষাদ

 স্টাফ রিপোর্টার | ১২ আগস্ট ২০১৯, সোমবার, ১:১১ | বিশেষ সংবাদ 


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরহাদ আহমেদ (২০) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরহাদ।

ফরহাদ আহমেদ কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জেলার ইটনা উপজেলার বড়িবাড়ির ফেরদৌস আহমেদের ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, ফরহাদ আহমেদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেয়ার পর তার অবস্থার অবনতি হলে শনিবার (১০ আগস্ট) তাকে রেফার্ড করা হয়।

ফরহাদ আহমেদকে শনিবার (১০ আগস্ট) বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে ফরহাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লী নারায়ন মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টা ৫০ মিনিটের সময় ফরহাদ মারা যান।

এদিকে ঈদের আগের দিন এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ফরহাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। ঈদের আনন্দ পরিণত হয় বিষাদে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর