কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৯৩ হাজার টাকার গরুর চামড়া ৩৫০ টাকা

 স্টাফ রিপোর্টার | ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ২:৩৩ | অর্থ-বাণিজ্য 


গরুর দাম ছিল ৯৩ হাজার টাকা। আর সেই গরুর চামড়া দাম মাত্র ৩৫০ টাকা। সোমবার (১২ আগস্ট) কোরবানি শেষে চামড়া বিক্রি করতে গিয়ে এমনি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিশোরগঞ্জ জেলার এক ব্যবসায়ী।

আরেকজন জানিয়েছেন, ৬২ হাজার টাকায় তিনি গরু কিনেছিলেন। বিকাল পর্যন্ত গরুর চামড়া উঠানে আছে। কেউ নিতে আসছে না। একজন দাম বলেছিল ২শ’ টাকা।

একজন জানিয়েছেন, কোরবানীর গরুর চামড়ার এমন দাম তিনি কল্পনাই করতে পারেননি।  শেষ পর্যন্ত গর্ত করে মাটির নিচে রেখে দিয়েছেন।

কিশোরগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা হলে তারা একই রকম তথ্য দেন। ফলে এ নিয়ে মানুষের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সর্বত্রই এবার চামড়ার অস্বাভাবিক রকমের দরপতন ঘটেছে। গতবারও চামড়ার দাম কম ছিল। কিন্তু এবার যেন দরপতনের রেকর্ড হয়েছে।

ভুক্তভোগীরা বলছেন, চামড়ার ক্রেতা মিলছে না। যাও মিলছে দাম শুনে মেজাজ খারাপ হওয়ার উপক্রম হচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে অনেককে সরব হতে দেখা গেছে। তারা এর জন্য সিণ্ডিকেটকে দায়ি করে ক্ষোভ ঝাড়ছেন।

তারা বলছেন, গরুর চামড়া থেকে উৎপাদিত পণ্যের মূল্য তো কমছে না। তাহলে চামড়ার দামের এ রকম হাল হবে কেন? গরীবের হক। এর ন্যায্যমূল্য নিশ্চিত করা উচিত।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর