কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈদের দিন ডেঙ্গুতে মারা গেলেন কিশোরগঞ্জের সন্তান সিআইডিতে কর্মরত জামাল আহমেদ

 স্টাফ রিপোর্টার | ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ৬:৫৩ | কিশোরগঞ্জ সদর 


ঈদের আনন্দের দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন কিশোরগঞ্জের সন্তান সিআইডিতে কর্মরত জামাল আহমেদ। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জামাল আহমেদ কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার বাাসিন্দা। তার বাবার নাম আব্দুল মান্নান। চার ভাইয়ের মধ্যে জামাল আহমেদ ছিলেন দ্বিতীয়।

জামাল আহমেদ সিআইডি’র সাইবার ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন। সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বাদ জোহর কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর