‘বই হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’- এই স্লোগানকে সামনে নিয়ে শুরু মোস্তফা পাঠাগার এর উদ্যোগে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল বই পড়া প্রতিযোগিতা। মঙ্গলবার (১৩ আগস্ট) করিমগঞ্জ উপজেলার ভাটিয়া সরকার বাড়ীতে প্রতিষ্ঠিত মোস্তফা পাঠাগার এর উদ্যোগে চাইল্ড হোপ কিন্ডার গার্টেন স্কুলে এই বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বই পড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান সনজু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আবুল বাসার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগার পরিচালনা পরিষদের সভাপতি মো. কামরুজ্জামান রিপন।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম কাজল, ডিপ্লোমা প্রকৌশলী আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রভাষক মো. জুলহাস উদ্দিন সরকার।
প্রতিযোগিতায় প্রত্যেক অংশগ্রহণকারী ৪৫ মিনিট একটি বইয়ের নির্দিষ্ট অংশ পড়ার পর ওই অংশ থেকে করা প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেন। এর পর মূল্যায়নে ফলাফল অনুযায়ী অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট এবং অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।