কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে স্যানিটেশন বিষয়ক কর্মশালা

 স্টাফ রিপোর্টার | ২৭ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৬:৩৮ | ভিডিও খবর  


কিশোরগঞ্জে স্কুল ও কমিউনিটি পর্যায়ে উন্নত টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা, উন্নত স্বাস্থ্যভ্যাস চর্চার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক সমন্বিত ওয়াশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নবনির্মিত উপজেলা পরিষদের দ্বিতীয় তলার সভা কক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নাফ।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শরীফ, ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন।

কর্মশালায় স্কুল ও কমিউনিটি পর্যায়ে উন্নত টেশসই স্যানিটেশন ব্যবস্থাপনা, উন্নত স্বাস্থ্যভ্যাস চর্চাও মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক সমন্বিত ওয়াশ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর