ভৈরব উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি, ভৈরব খাদ্য শস্য সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাজী মো. সিরাজ উদ্দিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৪ আগস্ট) বাদ জোহর ভৈরবের প্রধান ঈদগাঁ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে ভৈরবে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবর পেয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, নেতা-কর্মী, শুভাকাঙ্খী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ ভৈরবের সর্বস্তরের জনগণ তাকে একনজর দেখার জন্য মরহুমের বাড়িতে ভিড় করেন।
মরহুম সিরাজ উদ্দিন রাজনীতির বাইরেও ভৈরবের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, মসজিদ, মাদ্রাসা, মাদকবিরোধী কর্মকাণ্ডসহ নানাবিধ কাজের সাথে জড়িত ছিলেন।