কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাঁচটি চৌপদী

 আমিনুল ইসলাম সেলিম | ২৫ আগস্ট ২০১৯, রবিবার, ৯:৩৪ | সাহিত্য 


মেঘে ডাক দিলে দুরু দুরু কাঁপে বুক
মানুষের ডাকে থাকি সদা উৎসুক
মৃত্যুর ডাকে ব্যর্থ সকল আশা
জীবনের ডাকে জন্মায় ভালোবাসা৷

বৃষ্টি মাতাল ঝুমুর ঝুমুর ছন্দে
আমি অসহায় তোমাকে ডাকার দ্বন্দ্বে
মনের শরীর ভিজে হয়ে যায় সারা
অথচ তুমি যে আপন ঠিকানা-হারা!

মাতাল হাওয়ার বৃষ্টিমাখানো ঠোঁটে
যখন শীতল আদুরে গোলাপ ফোটে
তখন হাওয়ার চুমুতে বরষা নামে
তখন সকল ট্রেনের যাত্রা থামে৷

ডেকেছিলে কবে সেই কোন মাঘ মাসে
কাঁপছিলে জোর শৈত্যের সন্ত্রাসে
সেই থেকে আজো গ্রীষ্মের দাবানলে
মোমের মতোন যাচ্ছি শুধুই গলে!

একবার শুধু আঙুল ছুঁয়েছো ভুলে
আমার গিয়েছে সকল বাঁধন খুলে
একবার শুধু দিয়েছো ফুলের হাসি
কোটিবার আমি নিয়েছি ভুলের ফাঁসি৷


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর