কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৮ আগস্ট ২০১৯, বুধবার, ১১:৫১ | ভৈরব 


বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভৈরবে নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) পৌর শহরের সেন্ট্রাল হাসপাতাল ভৈরব চত্বরে এ আলোচনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সেন্ট্রাল হাসপাতাল ভৈরব ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মিজানুর রহমান কবির এর ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি শিশু ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আল মারুফ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আনোয়ারা জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আজিজুল হক, আবেদীন হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. আমিন উদ্দিন আহমেদ ও ভৈরব ইউনাইটেড হাসপাতাল এন্ড অর্থোপেডিকস্ সেন্টার চেয়ারম্যান মো. আল আমিন।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান কবির বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভৈরব এর নবগঠিত কমিটির সদস্যদের এক এক করে জন সম্মুখে পরিচয় করিয়ে দেন এবং সদস্যদের উপদেষ্টামণ্ডলীগণ ফুল দিয়ে বরণ করে নেন।

পরিচিতি পর্বে যাদেরকে বরণ করে নেয়া হয়, সিনিয়র সহ-সভাপতি সাজেদা আলাল জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ভৈরব ইউনাইটেড হাসপাতাল এন্ড অর্থোপেডিক্স সেন্টার ব্যবস্থাপনা পরিচালক হানিফুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মেঘনা জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক বিমল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাতৃকা জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন, অর্থ সম্পাদক ফরিদা হেলথ কেয়ার সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আতিকুর রহমান, দপ্তর সম্পাদক সালাম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মডার্ণ জেনারেল হাসপাতাল মো. রুহুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা ল্যাব মেডিকেল সেন্টার চেয়ারম্যান মো. আনোয়ার পারভেজ, কার্যকরী সদস্য সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার কাজী আব্দুল্লাহ আল মাছুম, কার্যকরী সদস্য ন্যাশনাল জেনারেল হাসপাতাল এ.বি সিদ্দিক ভূঁইয়া গণি, কার্যকরী সদস্য ভৈরব চক্ষু হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব খালেদ আহমেদ, কার্যকরী সদস্য দুর্জয় ডিজিটাল চক্ষু হাসপাতাল ধীমান বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর ম্যানেজার মো. এমরান সুলতান জাভেদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর