কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদণ্ড, কনের মা’র জরিমানা

 মিছবাহ উদ্দিন মানিক | ৭ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ২:১৫ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে বাল্যবিয়ে করার অপরাধে বাল্যবিয়ের বর দুলাল মিয়া (৩৩) কে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কনের মা’কে সাত হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ পুমদী গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বাল্যবিয়ে বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত বর দুলাল মিয়ার বাড়ি করিমগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আলী হোসেন। ভ্রাম্যমাণ আদালতের সাজার পর তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামে মেয়েটির বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে তিনি বাল্যবিয়ে করার দায়ে বর দুলাল মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের মা’কে সাত হাজার টাকা জরিমানা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর