কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে প্রাথমিকের ২৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

 স্টাফ রিপোর্টার | ১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৭:৫৭ | করিমগঞ্জ  


করিমগঞ্জে ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ২৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক।

ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মীর সাত্তার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, করিমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক মহিউদ্দিন আহমেদ জসী, ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কাদিরজঙ্গল ইউনিয়নের ৭টি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ক্রেস্ট, ডিকশনারী ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকার ও ব্রিটিশ কাউন্সিলের অংশিদারিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের উন্নত রাষ্ট্র গঠনের সৈনিক। বর্তমান জনবান্ধব সরকার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি দিচ্ছে। আর সামনের নতুন বছর থেকে প্রতিটি শিক্ষার্থীদের দুপুরের খাবার দিবে। এছাড়া বছরের জানুয়ারি মাসের এক তারিখেই প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয় বর্তমান সরকার যা ইতিপূর্বে কোন সরকার এর পক্ষে সম্ভব হয়নি।’

অনুষ্ঠান পরিচালনা করেন জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নূরজাহান পারুল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর