কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে কাভার্ড ভ্যানচাপায় যুবদল সভাপতি নিহত, স্ত্রী আহত

 রাজীব সরকার পলাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ১২:৪০ | কটিয়াদী 


কটিয়াদীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী কটিয়াদী উপজেলা যুবদল সভাপতি মো. হাবিবুর রহমান রাসেল (৩৮) নিহত হয়েছে। এই দুর্ঘটনায় তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরভী আক্তার গুরুতর আহত হয়েছেন। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. হাবিবুর রহমান রাসেল কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার মো. আবদুল গফুরের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মো. হাবিবুর রহমান রাসেলের দুই ছেলে-মেয়ে কিশোরগঞ্জ সদরের মাদ্রাসায় লেখাপড়া করে। সেজন্য তিনি কিশোরগঞ্জ শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। অন্যদিকে স্ত্রী সুরভী আক্তার ঘাগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী সুরভী আক্তারকে নিয়ে রাসেল মোটর সাইকেলযোগে ঘাগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান। এছাড়া গুরুতর আহত স্ত্রী সুরভী আক্তারকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর