কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সিভিল সার্জন পদে পদোন্নতি পেলেন কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুজিবুর

 স্টাফ রিপোর্টার | ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৫:৩৪ | স্বাস্থ্য 


সিভিল সার্জন পদে পদোন্নতি পেয়েছেন কিশোরগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। রোববার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদোন্নতি দেয়া হয়। এছাড়া সদ্য পদোন্নতি প্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানকে ময়মনসিংহ জেলার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।

ডা. মো. মুজিবুর রহমান ২০১৬ সালের ২৪ আগস্ট কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি বিষ্ণুপুর গ্রামে।

ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জে ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগদানের আগে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিসিএস (স্বাস্থ্য) ২০তম ব্যাচের ডা. মো. মুজিবুর রহমান গত তিন বছর এক মাস ডেপুটি সিভিল সার্জন হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে দায়িত্ব পালন করেছেন।

এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক ডা. মো. মুজিবুর রহমান। তাঁর স্ত্রী গাইনী বিশেষজ্ঞ ডা. তাসলিম আরা নীলা কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী কনসালট্যান্ট।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর