কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বঙ্গবন্ধু গোল্ডকাপে কিশোরগঞ্জ পৌরসভা ও বঙ্গমাতা গোল্ডকাপে করিমগঞ্জ চ্যাম্পিয়ন

 স্টাফ রিপোর্টার | ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৯:৪০ | খেলাধুলা 


কিশোরগঞ্জ জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এ কিশোরগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এ করিমগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনালে কিশোরগঞ্জ পৌরসভা টাইব্রেকারে ৩-২ গোলে পাকুন্দিয়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না পারায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনালে করিমগঞ্জ উপজেলা ২-০ গোলে কিশোরগঞ্জ সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি এবং সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল। এতে অন্যদের মধ্যে পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু, করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখসহ ক্রীড়া সংগঠক এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর