কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে শিক্ষকদের মাল্টিমিডিয়া বিষয়ে দক্ষতামূলক প্রশিক্ষণ

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৬ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৭:৩১ | ভৈরব 


ভৈরবে শিক্ষকদের মাল্টিমিডিয়া বিষয়ক দক্ষতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতা ও অর্থায়নে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৩০টি স্কুলের মোট ৫০জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ছিল প্রশিক্ষণের সমাপনী দিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার মেনজিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম এর সার্বিক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, প্রধান শিক্ষক এম.এ মুহিত, রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ শরীফ আহমেদ, ইউডিএফ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি দুর্গা রানী সাহা প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর