কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিনা টিকিটে ট্রেনযাত্রা, ৫৬০ যাত্রীকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২৮ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ৮:৪৮ | ভৈরব 


বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে ৫৬০ জন যাত্রীকে জরিমানা করেছেন বাংলাদেশ রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় দণ্ডিত ৫৬০ যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য ও জরিমানা বাবদ এক লাখ ২৪ হাজার ৬৩০ টাকা আদায় করা হয়। এর মধ্যে ১০টি আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীরা রয়েছেন।

রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) এস এম মোরাদ হোসেন এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. শওকত জামাল, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ মো. হামিদুল ইসলাম, ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনা টিকিটে ভ্রমণ করা থেকে যাত্রীদের বিরত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর