কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে কবি নূরে মালেক স্মরণসভা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ২৯ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ১২:১০ | কটিয়াদী 


কটিয়াদী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শ্রমিক লীগ নেতা প্রয়াত কবি নূরে মালেক’র দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কটিয়াদী সাহিত্য সংসদ ও কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলার পিপি ও কথাসাহিত্যিক শাহ আজিজুল হক। কবি মেরাজ রাহীমের সভাপতিত্বে ও বদরুল আলম নাঈমের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তৃতা করেন প্রয়াত কবির বড়ভাই সমাজকর্মী আঃ রহমান রুমী।

সুকান্ত পুরস্কারপ্রাপ্ত প্রয়াত কবির বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে অন্যান্যের বক্তৃতা করেন প্রবীণ সাংবাদিক ও লেখক মু আ লতিফ, গল্পকার ফয়সাল আহমেদ, কবি হারুন অর রশিদ, সমাজকর্মী-রাজনৈতিক শফিকুল ইসলাম বাদল, অধ্যাপক দীপা বর্মণ, সাংবাদিক সারোয়ার আলম শাহীন, রফিকুল হায়দার টিটু প্রমুখ।

শেষে অতিথিবৃন্দ প্রয়াত কবিকে নিয়ে বদরুল আলম নাঈমের সম্পাদনায় ‘দ্রোহ’ নামে স্মরণ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

প্রসঙ্গত: কবি নূরে মালেক ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকাস্থ বিসিআইসি’র রেস্টহাউজে মর্মান্তিক এক অগ্নিকাণ্ডে নিহত হন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর