কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোটেল তাজ, স্টার ওয়ান এবং মদন গোপালকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার, ১২:২৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং এর অংশ হিসাবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) শহরের গৌরাঙ্গবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মজুদ ও পঁচা-বাসি খাবার বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী হোটেল তাজকে ৩০ হাজার টাকা, স্টার ওয়ানকে ১০ হাজার টাকা এবং মিষ্টির দোকান মদন গোপালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এবং গালিব মাহমুদ পাশা এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এছাড়া বড়বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পিঁয়াজের বাজারদর স্থিতিশীল রাখার বিষয়ে জেলা প্রশাসনের আলোচনা হয়। এই আলোচনায় ব্যবসায়ী নেতৃবৃন্দ আশ্বস্ত করেন শুক্রবার (৪ অক্টোবর) থেকে পিঁয়াজের পাইকারী মূল্য স্থিতিশীল থাকবে।

এই সময়ে খুচরা ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয় তারা যেন অতিরিক্ত মূল্যে ক্রেতা সাধারণের নিকট পিঁয়াজ বিক্রি না করেন।

জনস্বার্থে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর উদ্যোগে নিয়মিত মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর