কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে ইয়াবা সেবনের দায়ে ইউপি সদস্যের এক বছরের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ৫ অক্টোবর ২০১৯, শনিবার, ৫:১২ | মিঠামইন 


মিঠামইনে ইয়াবা সেবনের অপরাধে আব্দুল হেলিম (৩৫) নামে এক ইউপি সদস্যকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ অক্টোবর) রাতে মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত আব্দুল হেলিম মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য। সে ঘাগড়া ইউনিয়নের ধোবাজুড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইউপি সদস্য আব্দুল হেলিম দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। স্থানীয়ভাবে সে ইয়াবার ডিলার হিসেবে পরিচিত। ইউপি সদস্য হেলিম ইয়াবা সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৪ অক্টোবর) রাতে ধোবাজুড়া টেম্পুস্ট্যান্ড এলাকায় মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করেন। পরে তিনি ইউপি সদস্য আব্দুল হেলিমকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর