কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে পরিবহন মালিক চালকদের সাথে নিসচা’র মত বিনিময়

 সোহেল সাশ্রু, ভৈরব | ৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:১৫ | ভৈরব 


২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিবহন মালিক ও চালকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ভৈরব উপজেলা মাইক্রো চালক শ্রমিকলীগ কার্যালয় প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আলোচনা সভা, সড়ক দুর্ঘটনার উপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এসএম বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি লুবনা ফারজানা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব ডক্টরস্ ক্লাব সভাপতি ডা. আজিজুল হক স্বপন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান, ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব প্রভাষক ইমরান হোসাইন, পরিবহন মালিক মো. জাকির হোসেন, পরিবহন চালক মো. আরিফ ও বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ময়না, অর্থ সম্পাদক মো. জালাল আহমেদ, প্রচার সম্পাদক কাজী উছমান গণি, প্রকাশনা সম্পাদক মো. জসিম উদ্দিন রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মো. সাগর আহমেদ, ভৈরব মাইক্রো চালক শ্রমিক লীগের সভাপতি মাহাদি হাসান সুজন, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, অচিরেই ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব প্রান্তে সিসি ক্যামেরার আওতাভূক্ত করা হবে।

বক্তারা সড়ক দুর্ঘটনার কারণ, গাড়ি চালক ও মালিক হিসেবে কি কি দায়িত্ব এ সম্পর্কীয় আলোচনা করেন। বক্তারা আরো বলেন, আগামীকাল থেকে মহাসড়কে সবধরণের চাঁদা বন্ধ করণ, কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া, মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় যানজট নিরসনে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে।

বক্তারা নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা সড়ক দুর্ঘটনা রোধকল্পে মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং তারা নিরাপদ সড়ক চাই সকল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার উপর নির্মিত প্রামান্যচিত্রের কুইজ প্রতিযোিগতায় পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে বই তুলে দেয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির অন্যতম সদস্য মো. আলাল উদ্দিন। অনুষ্ঠানে পরিবহন মালিক শ্রমিক ও নিরাপদ সড়ক চাই এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাসব্যাপী কর্মসূচিতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন দৈনিক পূর্বকণ্ঠ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর