কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বুয়েটে আবরার হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ১৪ অক্টোবর ২০১৯, সোমবার, ৩:৪৭ | বিশেষ সংবাদ 


বুয়েটের ছাত্র আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডকে একদিকে বাক স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত ও অন্যদিকে ছাত্রসংগঠন তথা শিক্ষাঙ্গণের ওপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি উল্লেখ করে অবিলম্বে বুয়েটসহ দেশের সকল শিক্ষাঙ্গণকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজারের স্টেশন রোডে সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সনাক আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য ও জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সনাক সদস্য সংস্কৃতিজন মানস কর, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট হামিদা বেগম, সদস্য কলাম লেখক গাজী মহিবুর রহমান, শওকত মস্তফা খান ও আবদুর রশিদ রেজা, ইয়েস সদস্য জাকিরুল হক, ইয়েস ফ্রেন্ডস শুভ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক রক্তক্ষয়ী ছাত্র সহিংসতা, ব্যাপক দুর্নীতি ও অনিয়ম, দলীয় রাজনৈতিক প্রভাবদুষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা এবং একই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যত নিস্ক্রিয়তার ফলে বাংলাদেশের ঐতিহ্যবাহী আদর্শিক ছাত্র আন্দোলনের অস্তিত্ব সংকটের মুখোমুখি।

তারা বলেন, আবরার হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল ছাত্রসংগঠনসহ শিক্ষাঙ্গণকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার কোনো বিকল্প নেই।

মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস গ্রুপ, টিআইবি কর্মী, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর