কিশোরগঞ্জে মো. রোকন (২২), মো. শামীম (২২) এবং আব্দুস সাত্তার (৫২) নামে তিন গাঁজাসেবীর প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত কিশোরগঞ্জ কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। সাজা প্রদানের পর তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডিতদের মধ্যে মো. রোকন কিশোগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে, মো. শামীম কিশোগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকার মো. বকুলের ছেলে এবং আব্দুস সাত্তার কিশোগঞ্জ সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে গাঁজাসহ তাদের আটক করা হয়। তারা গাঁজা সেবন ছাড়া ব্যবসার সাথেও জড়িত।