কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিসিবি পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র ভগ্নিপতি সাবেক জেলা রেজিস্ট্রার এবং রাজশাহী বিভাগের আই.আর.ও মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সৈয়দা নাসিমা আক্তার নূর দীপ্তি, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুমআ গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাঁও গ্রামের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এমপি, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। এ সময় কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ এর মৃত্যুতে রাজনীতিক, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।